27 C
আবহাওয়া
১:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » হাদিসুর রহমানের মরদেহ বাড়িতে

হাদিসুর রহমানের মরদেহ বাড়িতে

দুপুরে পৌঁছাবে হাদিসুরের মরদেহ

বিএনএ, ঢাকা : ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ গ্রামের বাড়ি বরগুনায় পৌঁছেছে। সোমবার (১৪ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বেতাগীর নিজ বাড়িতে পৌছায়।

এসময় তাদের বাড়িতে শোকার্ত এক পরিবেশ তৈরি হয়। হাদিসুরের বাবা, মা, ভাই, বোন ও আত্মীয় স্বজনের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। স্বজনরা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাদিসুর রহমানকে দাফন করা হবে।

জাহাজে বোমা হামলা
বাংলাদেশি জাহাজে বোমা হামলা

এর আগে দুপুর দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিসুরের মরদেহবাহী অ্যাম্বুলেন্স বরগুনার উদ্দেশ্যে  রওনা দেয়।

হাদিসুর রহমানের কফিন
হাদিসুর রহমানের কফিন

দুপুরে ১২ টার দিকে হাদিসুর রহমানের মরদেহবাহী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর অবতরণ করে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মরদেহ গ্রহণ করেন। পরে হাদিসুর রহমানের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

রোববার হাদিসুরের মরদেহ আসার কথা থাকলেও তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ভারী তুষারপাতের কারণে বাতিল হয়ে যায় নির্ধারিত কার্গো ফ্লাইট।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি। ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে জাহাজে রকেট হামলায় নিহত হন হাদিসুর রহমান। ৫ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়ে ৬ মার্চ রোমানিয়া পৌঁছায় হাদিসুরের মরদেহ। গত বুধবার জাহাজের ২৮ নাবিক টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।

বিএনএ/ ওজি, এ আর,জিএন

Loading


শিরোনাম বিএনএ