19 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিএমএইচে ভর্তি পররাষ্ট্রমন্ত্রী

সিএমএইচে ভর্তি পররাষ্ট্রমন্ত্রী

শিগগিরই ঢাকা আসবেন বাইডেন, আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর

বিএনএ, ঢাকা : অসুস্থতাজনিত কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে। রবিবার (১৪ মার্চ) বিকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈতিক) শফিউল আলম জুয়েল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিউল আলম জুয়েল বলেন, তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। তুরস্ক থেকে আসার পথে ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে পড়েন তিনি। তার নিয়মিত ঘুম হয়নি। তুরস্কে ঠাণ্ডা ছিল, দুবাইয়ে তাপমাত্রা বেশি ছিল, এসব কারণে তিনি অসুস্থবোধ করেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। তিনি স্বাভাবিক আছেন। পরিবারের সিদ্ধান্তে তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এরপর সেখান থেকে তুরস্ক সফরে যান তিনি। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান পর্ব শেষ করে ঢাকায় ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়নে পররাষ্ট্রমন্ত্রী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ