17 C
আবহাওয়া
১০:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় জোড়া মৃত্যু, আক্রান্ত আরও ৯৪

চট্টগ্রামে করোনায় জোড়া মৃত্যু, আক্রান্ত আরও ৯৪


বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮৮ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪০৩ জন। একই সময় নগর ও জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ  (চমেক) হাসপাতাল ৪৯৭ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪২ জনের নমুনা পরীক্ষায় ২১ জন, চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষায় ১২ জন ও  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা ধরা পড়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ৯৪ জন বেড়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪০৩ জন। যাদের ২৮ হাজার ৬৯৯ জন নগরের ও ৭ হাজার ৭০৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। একই সময় নগরে একজন ও উপজেলা পর্যায়ে একজন করোনায় মারা গেছেন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮১ জন। এর মধ্যে ২৭৯ জন নগরের ও ১০২ জন উপজেলার বাসিন্দা।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ