বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাকে বিস্ফোরণের আঘাতে অন্তত ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রদেশটির হারনাই এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
খবরে প্রকাশ, শহরাগ জেলার কয়লা খনির এলাকা পিএমডিসি ৯৪-তে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হলে শ্রমিকরা হতাহত হন। তাদের শহরাগের বেসিক হেলথ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক দিয়ে হামলাটি চালানো হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, আহত শ্রমিকদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, নিরীহ নাগরিকদের টার্গেট করা সন্ত্রাসীরা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। বেলুচিস্তানের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
বিএনএনিউজ/এইচ.এম।