বিএনএ, স্পোর্টস ডেস্ক : ঢাকা হেরেই চলছে, টানা নবমবার হারলো দলটি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের কাছে ২৭ রানে হেরেছে ঢাকা।
টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মূলত তার করা ফিফটির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। তামিম এদিন একটি মাইলফলকও স্পর্শ করেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশের প্রথম এবং সবমিলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের আগে এই রেকর্ড গড়েন ক্রিস গেইল। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৭১ রানের ইনিংসে ৪টি ছক্কা মেরেছেন তামিম। ৪ ছক্কার দ্বিতীয়টিই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলকে পৌঁছে দেয় তামিমকে।
এছাড়া বরিশালের পক্ষে সৌম্য সরকার ২৮, আহমেদ শেহজাদ ২৪, মোহাম্মদ সাইসুদ্দিন ৬ বলে ২৪ রান করেন।
ঢাকার পক্ষে আলাউদ্দিন বাবু তিনটি, তাসকিন আহমেদ দুইটি এবং শরিফুল ইসলাম একটি উইকেট লাভ করেন।
১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে বরিশালের দুই তারকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও খালেদ আহমেদের বোলিং তোপের মুখে পড়ে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা। দলের ৪৯ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন অ্যালেক্স রোস। ২৭ রানে হারতে হয় ঢাকাকে।
বরিশালের পক্ষে ৩টি করে উইকেট নেন সাইফউদ্দিন ও সৈয়দ খালেদ।
এদিকে এ হারের মধ্য দিয়ে লজ্জাজনক রেকর্ডের তালিকায় নিজেদের ঢুকালো ঢাকা। ২০১২ বিপিএলের প্রথম আসরে সাত ম্যাচ হেরেছিল সিলেট রয়্যালস। সাত ম্যাচ হেরে একই রেকর্ডে ভাগ বসিয়েছিল সিলেটের আরেক ফ্র্যাঞ্চাইজি সিক্সার্স। তাদের ছাড়িয়ে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড নিজেদের করে নেয় সিলেট সানরাইজার্স। ২০২১-২২ মৌসুমে এক জয় পাওয়া সানরাইজার্স হেরেছিল ৮টি ম্যাচে। ঢাকা পর্বের শেষে দিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে তাদের সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল দুর্দান্ত ঢাকা। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন তাসকিন আহমেদরা।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৮৬/৬ (শেহজাদ ২৪, তামিম ৭১, সৌম্য ২৮, মাহমুদউল্লাহ ১৩, মালিক ১০*, মুশফিক ১, মিরাজ ০, সাইফউদ্দিন ২৩*; মোসাদ্দেক ৪-০-২৬-০, শরিফুল ৪-০-৪০-১, তাসকিন ৪-০-৩০-২, আরাফাত ১-০-২১-০, উইলিয়ামস ২-০-২১-০, আলাউদ্দিন ৪-০-৩০-৩, মেহেরব ১-০-১৫-০)
দুর্দান্ত ঢাকা: ২০ ওভারে ১৫৯/৮ (নাঈম ১০, রসিংটন ৪, সাইফ ৩, রস ৮৯*, উইলিয়ামস ১২, মেহেরব ৬, মোসাদ্দেক ৮, আলাউদ্দিন ৩, তাসকিন ১০, আরাফাত ৮*; মহারাজ ৪-০-১৯-১, সাইফউদ্দিন ৪-০-৩১-৩, ম্যাকয় ৪-০-১৭-১, খালেদ ৪-০-২৬-৩, সৌম্য ৩-০-৫৪-০, মিরাজ ১-০-৯-০)
ফল: ফরচুন বরিশাল ২৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তামিম ইকবাল
বিএনএনিউজ/এইচ.এম।