বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিপিএল চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের খেলায় ঢাকাকে ১৮৭ রানের টার্গেট দিয়েছে বরিশাল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে।
বরিশালের পক্ষে সর্বোচ্চ ৭১ রান নিয়েছে দলনায়ক তামিম ইকবাল। ৪৫ বলে ৭ টি চার ও চারটি ছক্কা মারেন এ হিটার। এছাড়া সৌম্য সরকার ২৮, আহমেদ শেহজাদ ২৪, মোহাম্মদ সাইসুদ্দিন ৬ বলে ২৪ রান করেন।
ঢাকার পক্ষে আলাউদ্দিন বাবু তিনটি, তাসকিন আহমেদ দুইটি এবং শরিফুল ইসলাম একটি উইকেট লাভ করেন।
জিততে হলে ঢাকাকে ১৮৭ রান তুলতে হবে।
এর মধ্যে আগের ৮ ম্যাচেই টানা হেরেছে ঢাকা। নিজেদের উদ্বোধনী ম্যাচে পাওয়া একমাত্র জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে আছে তারা। অন্যদিকে আসরের প্রথম দিকে খারাপ অবস্থা থাকলেও শেষের দিকে লড়াই করে শীর্ষ চারে জায়গা করে নিয়েছে বরিশাল।
বিএনএনিউজ/এইচ.এম।