36 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » ৫০ হাজার টাকায় ওয়ালটনের ইলেকট্রিক বাইক

৫০ হাজার টাকায় ওয়ালটনের ইলেকট্রিক বাইক


বিএনএ, ঢাকা : তিনটি ভ্যারিয়শনে বাজারে এসেছে ওয়ালটন ডিজিটেকের ইলেকট্রিক বাইক তাকিওনের নতুন মডেল। নতুন এই মডেলের নাম তাকিওন লিও। দাম শুরু ৪৯ হাজার ৮৫০ থেকে। থাকবে এক বছরের বিক্রোত্তর সেবা।

ওয়ালটন জানিয়েছে, নতুন মডেলের এই বাইকগুলো সম্পূর্ণ চার্জ হতে ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগবে। একবার চার্জে ৪০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত চলা যাবে।

বর্তমানে বাজারে ওয়ালটনের দুটি মডেলের ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে। বাসাবাড়ির ২২০ ভোল্টের বিদ্যুতের লাইন থেকেই এই বাইকগুলো চার্জ দেওয়া যায়।

নতুন তাকিওন লিওর তিন ভার্সনে ১২ এএইচ, ২০ এএইচ ও ২৩ এএইচ এর ব্যাটারি থাকবে। ১২ এএইচ ভার্সনের দাম পড়বে ৪৯ হাজার ৮৫০ টাকা। এই বাইক একবার চার্জে ৪০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। ৫৬ হাজার ৮৫০ টাকা দামের ২০ এএইচ ভার্সনের বাইকটি এক চার্জে ৭০ কিলোমিটার চালানো যাবে। এক চার্জে সর্বোচ্চ ৮০ কিলোমিটার চালানো যাবে ২৩ এএইচ ভার্সনটি। এর দাম পড়বে ৫৯ হাজার ৮৫০ টাকা।

গ্রাহকরা ওয়ালটন ডিজিটেকের ওয়েবসাইটে এই বাইকের প্রি-অর্ডার করতে পারবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ