বিএনএ ডেস্ক, ঢাকা: প্রথম দল হিসেবে বিপিএল এর ফাইনালে ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে ফাইনালে উঠলো বরিশাল।
বরিশালের দেয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে কুমিল্লা। ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে তারা। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে লিটন দাস। এছাড়া মঈন আলী ২২, ডুপলেসিস ২১ ও মাহমুদুল ২০ রান করেন। আর ফরচুন বরিশালের মুজিব, শফিকুল ও রানা দুটি করে উইকেট নেয়।
এর আগে শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ১৪৪ রান সংগ্রহ করে বরিশাল। মুনিম শাহরিয়ারের ধারাবহিক ফর্ম অব্যাহত ছিল এ ম্যাচেও। ক্রিস গেইলকে সাথে নিয়ে এই ডানহাতি ওপেনার ভালো শুরু এনে দেন দলকে। ১৯ বলে ২২ রান করে গেইল বিদায় নিলে ভাঙে ৩৮ বলে ৫৮ রানের ওপেনিং জুটি।
মুনিম শাহরিয়ারের ৩০ বলে ৪৪ রানের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়। এরপর নাজমুল শান্ত বা সাকিব কেউই বড় স্কোর করতে পারেনি। জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভোদের ছোট ছোট ইনিংসে ১৪৩ রানের স্কোর দাঁড়ায় বরিশালের।
ফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ও কুমিল্লা।
বিএনএ/ এ আর