বিএনএ, জবি: স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ১৯৮৩ সালে পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সারাদেশে খুন, ধর্ষণ, শোষণ, নিপীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ‘অবরুদ্ধ সময়ের গান’ এর আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তিনটি ব্যান্ড গান পরিবেশন করেন।
ব্যান্ডগুলো হলো স্বপ্নবাজী, আবুল তাবুল, মনের মানুষ। অনুষ্ঠানে জবি ছাত্র ইউনিয়নের সাধারণত সম্পাদক আব্রাহার জাহিনের সঞ্চালনায় এবং কেএম মুত্তাকী সভাপতিত্ব করেন।
জবি ছাত্র ইউনিয়নের সভাপতি কেএম মুত্তাকী বলেন, ১৯৮৩ সালের এই দিনে মজিদ খান কমিশনের গনবিরোধী শিক্ষানীতি প্রত্যাখান করে সচিবালয় অভিমুখী ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন জয়নাল, জাফর, মোজাম্মেল, দিপালী, কাঞ্চনসহ অনেকেই। এই বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও খুন, ধর্ষণ, শোষণ, নিপীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে পালন করেছি।
বিএনএনিউজ/এসবি