14 C
আবহাওয়া
১১:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

বিএনএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন ডাকাতকে আটক করেছে ভৈরব নৌ পুলিশের একটি টিম।রোববার(১৪ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টায় ভৈরবের আগানগর ইউনিয়নের খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আনোয়ার হোসেন (৩৯), মাসুদ (২২), মোস্তফা বাবু (৩৩), জিলা মিয়া (২৮), রাশেদ মিয়া (২৮), সুমন মিয়া (৩৫) ও আক্তার (২৫)। তাদের কাছ থেকে ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ২টি রামদা, ১টি চাপাতি ও ২টি ছুরি উদ্ধার করা হয়েছে।

নৌ পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পিসিপিআর যাচাই করে জানা যায়, তারা প্রত্যেকেই পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ