চট্টগ্রাম: ৪র্থ ধাপের প্রথম দিনে ভাসানচরে গেল ২০১২ রোহিঙ্গা। ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারের শিবির হতে গন্তব্যে যাবার পথে পটিয়া মুজিব কানন মিড পয়েন্টে এ সময় তারা যাত্রা বিরতি করেন।
মুজিব কানন দেখে তারা স্মরণ ও স্বীকার করছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহৃদয় সিদ্ধান্তে বাংলাদেশে মানবিক আশ্রয় পেয়েছে । এজন্য ভাসানচরে স্থানান্তরের সময় বাংলাদেশ রাষ্ট্রের জনক জাতির পিতার মুজিব কানন স্মৃতি ফলকে রোহিঙ্গারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
রোহিঙ্গারা মুজিব কাননের বিভিন্ন উন্নয়ন মডেল দেখে প্রতিশ্রুতি দিয়েছে অপরাধমুক্ত জীবন যাপন , পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে ছোট পরিবার গঠন , মাদক মুক্ত জীবন যাপন , তারা কৃষি শাক সব্জি আবাদ, পোল্ট্রি খামার মৎস্য চাষ খেলাধুলা সহ সার্বিক কৃষি উৎপাদনে অংশ নিয়ে নিজেরা স্বনির্ভর হবে এবং বাংলাদেশ সরকারের আইন শৃংখলা মেনে চলবে।
সে সময় মুজিবকাননের কৃষি উন্নয়ন মডেল দেখিয়ে রোহিঙ্গা শরনার্থীদের সুস্থ অপরাধমুক্ত জীবন যাপনের ব্রিফিং দেয়া হয়।
বিএনএনিউজ২৪/এসজিএন