18 C
আবহাওয়া
১:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » সমতায় ফিরতে বাংলাদেশের চাই ২৩১

সমতায় ফিরতে বাংলাদেশের চাই ২৩১

৭৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বিএনএ, ঢাকা : সমতায় ফিরতে বাংলাদেশের চাই ২৩১ রান। রোববার ( ১৪ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের তিন ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ এদিন প্রথম সেশনে হারায় আরও ৩ উইকেট। চট্টগ্রাম টেস্টের ঘাতক কাইল মেয়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আবু জায়েদ রাহি। ১৬ বলে ১ চারে ৬ রান করেন তিনি। ৫ উইকেটে দলের স্কোর ৬৫।

তার আগে ২৫.১ ওভারে জোমেল ওয়ারিকানকে একইভাবে সাজঘরের পথ দেখান রাহি।  ২২ বলে ব্যক্তিগত ২ রানে আউট হন তিনি। ৪ উইকেটে রান ৫০। ৩৪.২ ওভারে তাইজুল ইসলামের বলে লিটন দাসের দুর্দান্ত স্টাম্পিংয়ের শিকার হন জার্মেইন ব্ল্যাকউড। ১০ বলে ১ ছক্কায় ৯ রান তুলেন ব্ল্যাকউড। ৬ উইকেটে রান ৭৩।

লাঞ্চ থেকে ফিরে ৪৯.৩ ওভারে জসুয়া ডি সিলভাকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন তাইজুল। ৫৩ বলে ৪ চারে ২০ রান নেন তিনি। ৭ উইকেটে রান ১০৪। এরপর ৫১.২ ওভারে তাইজুলের বলে শান্তর তালুবন্দি হন  আলজারি জোসেফ। ৮ বলে ১ ছক্কায়  ৯ রানে  মাঠ ছাড়েন তিনি। ৮ উইকেটে রান ১১৪।

৫২.১ ওভারে এনক্রুমাহ বোনারকে বোল্ড করে টাইগার শিবিরে চূড়ান্ত স্বস্তি আনেন নাঈম। ১২০ বলে ৩ চারে ৩৮ রান করেন বোনার। ৯ উইকেটে রান ১১৬। তারপর ৫২.৫ ওভারে রাহকিম কর্নোয়ালকে মুশফিকের ক্যাচে পরিণত করে নাঈম। ৫ বলে ১ রানে আউট হন তিনি। ১০ উইকেটে রান ১১৭। এতে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের পক্ষে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ৪টি, নাঈম হাসান ৩টি, আবু জায়েদ ২টি ও মেহেদী হাসান মিরাজ ১টি। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ২৩১ রান। চতুর্ দিন দ্বিতীয় সেশেনে ৪৫ রানে ক্রিজে রয়েছেন বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌস্য সরকার।

দিন বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ