16 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জাপানে ভূমিকম্প

জাপানে ভূমিকম্প


বিএনএ, বিশ্বডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ৭.৩ ওই ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের আবহাওয়াবিষয়ক সংস্থা বলেছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ফুকুশিমার কাছে ৬০ কিলোমিটার ভূগর্ভে রাত ১১টা ৮ মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, রাজধানী টোকিওতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প সংস্থা বলছে শনিবার গভীর রাতে তোহোকু অঞ্চলে মিয়াগি এবং ফুকুশিমা প্রদেশকে ঝাঁকুনি দেওয়া হয়েছিল।

সতর্কতা হিসাবে, যদিও উপকূলীয় অঞ্চলগুলি নিকটবর্তী অঞ্চলে তাদের উঁচু স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ আফটার শক অব্যাহত থাকতে পারে।

এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে, সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পে ফুকুশিমার পারমানবিক বিদ্যুৎ বন্ধ করে দেয়া হলে সাড়ে ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবীহিন হয়ে পড়ে।

জাপানে গত ১০ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ