17 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ভারত থেকে ১১৩৭ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

ভারত থেকে ১১৩৭ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

ভারত থেকে ১১৩৭ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

বিএনএ, ডেস্ক: ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। আমদানিতে খরচ হবে এক হাজার ১৩৭ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ঢাকা ও দিল্লির মধ্যে সীমান্ত নিয়ে সম্প্রতি উত্তেজনা চলছে। অবশ্য সম্পর্কের এই টানাপোড়েন সত্ত্বেও ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত ইস্যুতে চলমান অস্থিরতার মধ্যেই ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। গত রোববার বিপিসির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

প্রতিবেদনে বিপিসির সূত্র উল্লেখ করে বলা হয়েছে, এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি টাকায় খরচ হবে এক হাজার ১৩৭ কোটি টাকা।

এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০ শতাংশ সরাসরি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়ে থাকে। আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়।

বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ