21 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৫
Bnanews24.com
Home » মীরসরাইয়ে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মীরসরাইয়ে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ, নিহত ১


বিএনএ, মীরসরাই : মীরসরাইয়ে বিএনপি-যুবদল নেতাদের মধ্যে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না (২০) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মীরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না নির্মাণ সামগ্রী সাপ্লাই ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মীরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পর মীরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। সেখানে জাহিদ হুসাইনের অনুসারীদের হামলায় আহত হন কামরুল হাসানের একজন কর্মী। পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়ি এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়। এসময় মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, গতকালকে কথাকাটাকাটির জেরে এক যুবক নিহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও, সংশ্লিষ্টদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ