15 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ গুরুতর অসুস্থ

বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ গুরুতর অসুস্থ

তহবিল শূন্য মানুষের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি: মোশাররফ

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এখন গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে ফের সিঙ্গাপুর নেয়ার উদ্যেগ নিয়েছে তার পরিবার।

রবিবার(১৪ জানুয়ারি ২০২৪) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, উনার (খন্দকার মোশাররফ) শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। তাই সিঙ্গাপুর নেয়ার চেষ্টা করা হচ্ছে।

এরআগে ২৭ জুন সাবেক মন্ত্রী বিএনপির এই নেতাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকার বাসভবনে ফিরেন। এরপর ৫ ডিসেম্বর তাকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার রাতে তার ছেলে খন্দকার মারুফ হোসেন সাংবাদিকদের জানান, কবে সিঙ্গাপুর নেয়া হবে সেটা এখনো বলতে পারছি না। তবে নেয়ার প্রক্রিয়া চলছে। পাসপোর্টে ভিসা লাগানো ও চিকিৎসকদের শিডিউল নেয়ার কাজ চলছে।

আরও পড়ুন : অর্থনৈতিক কূটনীতিকে শক্তিশালী করতে হবে-পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ