বিএনএ, ডেস্ক :ইয়েমেনের হুথি সমর্থিত সরকারের বিরুদ্ধে মূর্খের মতো আচরণ করার ব্যাপারে ওয়াশিংটনকে হুঁশিয়ার করেছে সানা ।
ইয়েমেন বলেছে, ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানানো থেকে সানাকে বিরত রাখতে চায় ওয়াশিংটন। কিন্তু ইয়েমেন আমেরিকাকে তা করতে দেবে না।
ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মাদ আদ- দেইলামি তার দেশের বিরুদ্ধে গত দু’দিনের ইঙ্গ-মার্কিন হামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, আমরা মার্কিনীদের যেকোনো নির্বোধ আচরণের ব্যাপারে সতর্ক করে দেয়া সত্ত্বেও তারা গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়। দেইলামি বলেন, এখন থেকে লোহিত সাগরে যা কিছু ঘটবে তার পূর্ণ দায় ওয়াশিংটনকে গ্রহণ করতে হবে।
ইয়েমেন মধ্যপ্রাচ্যে সংঘর্ষের বিস্তার চায় না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, কিন্তু গাজাবাসীর প্রতি ইসরাইলি গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরাতে সাম্রাজ্যবাদী আমেরিকা যুদ্ধ ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
বিএনএ/ ওজি
সূত্র: পার্স টুডে