28 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও গুরুত্ব অপরিসীম-মিজানুর রহমান মজুমদার

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও গুরুত্ব অপরিসীম-মিজানুর রহমান মজুমদার

ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএনিউজ২৪ ডটকম)’র সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।

বিএনএ, ফেনী : সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএনিউজ২৪ ডটকম)’র সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও গুরুত্ব অপরীসীম। খেলাধুলা একদিকে যেমন নৈতিক অবক্ষয়রোধে কাজ করে তেমনি সুস্বাস্থ্যেও গঠন করে। 

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে ছাগলনাইয়ায় হিছাছরা উচ্চ বিদ্যালয় মাঠে  হিছাছরা ফ্রেন্ডস গ্রুপ আয়োজিত রাত্রিকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইবেকারে বিজয় একাদশ ৫-৪ গোলে স্বাধীনতা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

হিছাছরা ফ্রেন্ডস গ্রুপ ফুটবলে বিজয় একাদশ চ্যাম্পিয়ন
হিছাছরা ফ্রেন্ডস গ্রুপ ফুটবলে বিজয় একাদশ চ্যাম্পিয়ন

একেএম কামরুজ্জামান মজুমদার বাবলুর সভাপতিত্বে ও বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ’র ফেনী জেলা প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র কাজী নুর আলম, হিছাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, গাজী জসিম উদ্দিন ও রুহুল আমিন বাহার।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার সরকারের ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার ভিশন স্মার্ট বাংলাদেশ এর জন্য সকল প্রকারের শিক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নিজেদের স্মার্ট স্টুডেন্ট হিসেবে গড়ে তোলার ওপর গুরত্বারোপ করেন। তিনি জানান, আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবে কেবল দক্ষ মানব শক্তিরই গুরুত্ব বাড়বে। মূল্যায়ন হবে।

খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইবেকারে বিজয় একাদশ ৫-৪ গোলে স্বাধীনতা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইবেকারে বিজয় একাদশ ৫-৪ গোলে স্বাধীনতা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফেনী জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার ছাত্রজীবনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও গুরুত্ব উল্লেখ করে বলেন, মাদক ও সমাজের অন্যায় কাজ থেকে তরুণ ও যুবকদের রক্ষা করতে হবে। এই জন্য স্থানীয় ক্লাব সমূহকে সারা বছরই কোন কোন প্রতিযোগিতা ও খেলার চর্চা রাখতে হবে। তিনি ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানান।

আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেন, হিছাছরা উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেলে ওই শিক্ষার্থীর সকল ব্যায় এবং ভবিষ্যতে হিছাছরা ফ্রেন্ডস গ্রুপ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের সকল খরচ তিনি বহন করার ঘোষণা দেন।

আরও পড়ুন : ছাগলনাইয়ায় সহস্রাধিক কম্বল দিলেন মিজানুর রহমান মজুমদার

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন, এইচ.এম,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ