স্পোর্টস ডেস্ক: অনুর্ধ্ব ১৯ নারী টি ২০ বিশ্বকাপ (ICC U19 Women’s T20 World Cup 2023) এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ইতিহাস সৃষ্ঠিকারী জয় দিয়েই ইউ১৯ টি২০ বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ নারী দল।
শনিবার(১৪ জানুয়ারি) বিকেলে সাউথ আফ্রিকার বেনোনিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৩১ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। ২ ওভার বাকি থাকতেই সেই টার্গেটে পৌঁছে যায় দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন বাংলাদেশের মেয়েরা।
টস জিতে অস্ট্রেলিয়ার মেয়েরা প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩০রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ১৮ওভার খেলে ৩উইকেট হারিয়ে ১৩২রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন মারুফা ও দিশা। রাবেয়া পেলেন এক উইকেট।
১৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ০ রানে ফেরেন রাণী সাহা। তবে এরপর দিলারা আক্তার ও আফিয়া হুমায়রা মিলে গড়েন ৬৬ বলে সমান ৬৬ রানের জুটি।সুমাইয়া ২৫ বলে ৩১ ও স্বর্ণা অপরাজিত থাকেন ১৮ বলে ২৩ রানে। তাছাড়া দিলারা আকতার ৪০, আফিফা ২৪ রান করেন। বাংলাদেশ অতিরিক্ত রান পেয়েছে ১৪।
শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ওভারেই পারিস বোডলারকে বোল্ড করেন দিশা। আরেক ওপেনার ক্যাট পেলেও দিশার বলে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।
বিএনএনিউজ২৪,জিএন