16 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » স্বাভাবিক হলো দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

স্বাভাবিক হলো দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

স্বাভাবিক হলো দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

বিএনএ ডেস্ক : প্রায় সাড়ে ৩ ঘণ্টা ব‌ন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ফে‌রি চলাচল । শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৬টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ভোরের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এজন্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় এই নৌপথে ফেরি চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে ৯টা ৫০ মিনিট থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ