স্পোর্টস ডেস্ক: সর্বশেষ কবে নিউজিল্যান্ড পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছিল, তা খুঁজতে হলে ফিরে যেতে হবে সেই ১৯৭৬ সালে। তারপর আর কখনোই বাবর আজমদের মাটিতে সিরিজ জিততে পারেনি ব্ল্যাকক্যাপসরা। করাচিতে গতকাল ছিল সেই দীর্ঘ ৪৭ বছরের আক্ষেপ ঘুচানোর মিশন। তৃতীয় ও শেষ ওয়ানডেতে গ্লেন ফিলিপসের দুর্দান্ত এক ইনিংসে ভর করে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে নিজেদের পুরানো আক্ষেপ মোচন করল কিউইরা।
ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ওপেনার ফখর জামানের শতকে ৯ উইকেটে ২৮০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। এই ওপেনার ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মোহাম্মদ রিজওয়ান করেন ৭৭ ও আঘা সালমানের ব্যাট থেকে আসে ৪৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে টপঅর্ডার ব্যাটারদের নৈপুণ্যে জয়ের ভীত পেয়ে যায় সফরকারীরা। কিন্তু মিডেল ওভারে ২০৫ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারের দ্বারপ্রান্তে চলে যায় কিউইরা। তবে কেন উইলিয়ামসনদের এক মাত্র ভরসার নাম হয়ে ক্রিজে দাঁড়িয়েছিলেন গ্লেন ফিলিপস।
জয়ের জন্য শেষ ৪ উইকেটে ৭৬ রানের প্রয়োজন ছিল। করাচিতে যখন পাকিস্তান জয়ের সুভাস পাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ফিলিপস ঝড়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ৪২ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই কিউই ব্যাটার।
উপমহাদেশের মাটিতে কিউইরা ওয়ানডে সিরিজে সহজে জয়ের দেখা পায় না বললেই চলে। ফিলিপস ঝড়ে দীর্ঘ ১৫ বছর পর উপমহাদেশে ওয়ানডে সিরিজে জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। সেই সঙ্গে পাকিস্তানের মাটিতে ৪৭ বছর পর সিরিজ জয়ের মুখ দেখল কিউইরা।
বিএনএনিউজ২৪/ এমএইচ