Bnanews24.com
Home » পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ৯
টপ নিউজ দুর্ঘটনা

পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ৯

পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ৯

বিএনএ, ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে  ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাতভর উদ্ধারকাজ চলেছে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারী) বিকেলে ময়নাগুঁড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।

দুমড়ে-মুচড়ে যাওয়া এবং লাইনের পাশে উল্টে থাকা ট্রেনের কামরাগুলো ক্রেনের সাহায্যে এক এক করে সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি কামরার ভেতর আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

এদিকে শুক্রবার ভোরেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তিনি বলেন, উদ্ধারকাজ চলছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটলো, তার তদন্ত করা হবে।

বিএনএ/ ওজি