বিএনএ,দিনাজপুর:স্বাধীনতার ৫০ বছরেও ভোটের অধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আওয়ামী লীগ সরকারের আমলে কথা বলা ও ভোট দেয়ার অধিকার নেই বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার(১৪ জানুয়ারি)সন্ধ্যায় দিনাজপুর শহরের রামনগর মোড়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল আরও বলেন,এখন ধানের শীষে ভোট দিলেও সেটা নৌকায় চলে যায়।আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে এসেছে।দিনাজপুরের জনগণ বারবার বিএনপিকে ভোট দিয়েছেন,এটা হচ্ছে এই এলাকার ইতিহাস ও ঐতিহ্য।দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির মহাসচিব বলেন,বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ করোনায় মারা যাচ্ছে।কোটি মানুষের বেশি করোনায় সংক্রমিত হয়েছে।কিন্তু সরকারের এদিকে কোন খেয়াল নেই।তাদের খেয়াল এই করোনার মধ্যেও কিভাবে দুর্নীতি করবে।আজকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হয়েছে।সেই ভ্যাকসিন অন্যান্য দেশে প্রয়োগ শুরু হয়েছে।দেশে ভ্যাকসিন দেয়া হচ্ছে না।ভারত থেকে টিকা আসবে সেই প্রতিজ্ঞায় বসেছে আছে সরকার।ভারত দুই আড়াই ডলারে ভ্যাকসিন ক্রয় করছে বাংলাদেশ সরকার তাদের কাছ থেকে ৪ ডলারে ক্রয় করছে। এখানেও একটা বড় দূর্নীতি করছে আওয়ামী লীগের উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো।সবকিছুর ক্ষেত্রেই আওয়ামী লীগ দুর্নীতি শুরু করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনএনিউজ/এস শাহী,আরকেসি