24 C
আবহাওয়া
৬:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে বিভাগ একীভূতকরণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বশেমুরবিপ্রবিতে বিভাগ একীভূতকরণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বশেমুরবিপ্রবিতে বিভাগ একীভূতকরণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিএনএ, বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাথে একীভূত হওয়ার দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শেখ হাসিনা আইসিটি ইন্সটিটিউটের সিএসই এবং ইইই বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।

এসময় মানববন্ধনে শেখ হাসিনা আইসিটি ইন্সটিটিউটের সিএসই বিভাগের শিক্ষার্থী সেতু বলেন, “ সকল প্রকার সুযোগ-সুবিধা দেয়ার নিমিত্তে আমাদেরকে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ আইসিটি তে ভর্তি করানো হলেও সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আমরা। তার উপর আমাদের ইনস্টিটিউট বন্ধ করে দেয়া হয়েছে। অর্থাৎ আমরাই একমাত্র ব্যাচ যেটি ইনস্টিটিউট থেকে পাস করে বের হবে যেটা বাংলাদেশের অন্য কোথাও এমন নজির নেই। সুতরাং আমাদের একটাই দাবি আমরা বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিভাগে সংযুক্ত হতে চাই।”

এসময় আরেক শিক্ষার্থী ইইই বিভাগের খলিলুর বলেন, “ আমরা ভর্তি হয়ে একই টিচারদের কোর্স করে পরীক্ষা দিয়ে পাশ করেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের কোনো স্বীকারোক্তি নেই। এই দুই বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থীর ক্যারিয়ার নিয়ে বিশ্ববিদ্যালয় খেলা করতে পারে না। আমরা আর ভাসমান অবস্থায় থাকতে চাই না। হয় আমাদের ইনস্টিটিউটে পরবর্তী ব্যাচ ভর্তি করিয়ে পুনরায় চালু করতে হবে নতুবা বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিভাগের সাথে সংযুক্ত করতে হবে।”

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের অদূরদর্শীতায় মাদারিপুরের শিবচরে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে অস্থায়ী ভাবে তৈরি হয় শেখ হাসিনা আইসিটি ইনিস্টিটিউট। যেখানে ইটিই, ইইই এবং সিএসই বিভাগে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হয়। এর মধ্যে ইটিইি বিভাগের ৬ জনকে বিশ্ববিদ্যালয়ের ইটিইি বিভাগে একীভূতকরা হলেও বাকি দুই বিভাগের শিক্ষার্থীদের একীভূত করা হয়নি।

বিএনএনিউজ/ফাহীসুল হক,মনির

Loading


শিরোনাম বিএনএ