16 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা


বিএনএ বিশ্বডেস্ক : ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে এই হামলা চালানো হয়েছে ।

ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওডেশার কৃষ্ণ সাগর বন্দরে ও ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এবছর জ্বালানি ব্যবস্থার ওপর রাশিয়ার ১২তম বড় হামলা এটি। বছরজুড়ে হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। যা লাখ লাখ নাগরিকের বিদ্যুৎ সুবিধা ব্যাহত করেছে।

ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ‘এটিই পুতিনের শান্তির পরিকল্পনা, সবকিছু ধ্বংস করার জন্য।লাখ লাখ মানুষকে আতঙ্কিত করে এভাবেই তিনি আলোচনা চান। বৈশ্বিক শক্তিশালী প্রতিক্রিয়া প্রয়োজন।’

জেলেনস্কি জানান, হামলার সময় রাশিয়া ৯৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যার মধ্যে একটি উত্তর কোরিয়ার তৈরি এবং প্রায় ২০০টি ড্রোন রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৮১টি ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়। যার মধ্যে এফ-১৬ যুদ্ধবিমান থেকে ১১টি গুলি করা হয়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ