16 C
আবহাওয়া
৫:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীর পাঁচ তহসিলদারকে একযোগে বদলি

কর্ণফুলীর পাঁচ তহসিলদারকে একযোগে বদলি


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) কে বিভিন্ন উপজেলায় বদলি করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। লটারির মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বদলি পদায়ন করে এক ব্যতিক্রম নজির স্থাপন করেছে জেলা প্রশাসক ফরিদা খানম।

বৃহ্স্পতিবার বিকেলে জেলা রাজস্ব প্রশাসনে কর্মরত এসব কর্মকর্তাকে বদলি করা হয়। এতে বর্তমান কর্মস্থলে তিন বছর অতিক্রম করেছেন এমন কর্ণফুলীর পাঁচ তহসিলদারসহ ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তাকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে পদায়ন করা হয়।

এতে চরপাথরঘাটা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) উজ্জ্বল কান্তি দাশ কে পতেঙ্গা ভূমি অফিসে, চরলক্ষ্যার তহসিলদার এ কে এম সাজ্জাদ শাহ কে সন্দ্বীপ উপজেলায়, জুলধা ইউনিয়নের তহসিলদার আহমদ নুর কে রাউজান উপজেলায় বড়উঠানের তহসিলদার মো. তৌহিদুল আলমকে পটিয়া খরনা ইউনিয়ন এবং শিকলবাহার তহসিলদার মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া কে বাঁশখালীতে বদলি করা হয়েছে বলে সুত্র জানায়।
এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলীর ভূমি সহকারি কর্মকর্তারাও

পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে চেষ্টা করেছি। সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হলো। আমরা আশা করছি, কর্মকর্তারা মানুষকে আন্তরিকতার সঙ্গে সেবা দেবেন।’

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ