17 C
আবহাওয়া
৬:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » প্রার্থিতা হারালেন আওয়ামী লীগের এনামুল

প্রার্থিতা হারালেন আওয়ামী লীগের এনামুল


বিএনএ, ঢাকা: যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। তিনি দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যেতে পারবেন।

এদিকে, উচ্চ আদালতে আপিল করেও মনোনয়ন ফিরে পাননি কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে দুই হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা হয়। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন। আর বৈধ করা হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ৫৬১টি আপিল পড়েছে ।

গত ১০ ডিসেম্বর শুরু হওয়া এ আপিল পর্যায়ক্রমে ছয় দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন। এর আগে গত তিন দিনের শুনানিতে ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ