27 C
আবহাওয়া
৩:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে গ্লোবাল পার্সপেক্টিভস ডে পালিত

চট্টগ্রামে গ্লোবাল পার্সপেক্টিভস ডে পালিত

সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের কেম্ব্রিজ প্রাইমারি শাখা

চট্টগ্রাম : সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের কেম্ব্রিজ প্রাইমারি শাখায় বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) এ পালিত হলো ‘গ্লোবাল পার্সপেক্টিভস ডে’ পর্ব ১।

গ্লোবাল পার্সপেক্টিভস হলো কেম্ব্রিজ ক্যারিকুলামের গবেষণা, উদ্ভাবনী এবং উদ্দীপক দক্ষতা ভিত্তিক কার্যক্রম। স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বিষয় ভিত্তিক আবৃত্তি, গান, নাচ, নাটক, মূকাভিনয় , আলোচনাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাবেক সচিব ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর আবদুল আলীম।

সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের কেম্ব্রিজ প্রাইমারি
সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের কেম্ব্রিজ প্রাইমারি

মোটিভেশনাল স্পিকার ছিলেন স্কুলের নির্বাহী পরিচালক এবং অধ্যক্ষ বাবু জ্ঞানেশচন্দ্র ত্রিপাঠী।

উপাধ্যক্ষ মিস নীতি ত্রিপাঠীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনটি একুশ শতকের শ্রেষ্ঠত্ব মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন করে তুলবে বলে উপস্থিত বিজ্ঞজনরা অভিমত প্রকাশ করেন।  সমগ্র কার্যক্রমের সমন্বয়কের ভূমিকায় ছিলেন স্কুলের একাডেমিক কো অর্ডিনেটর মি. এলেক্সসেস সেরাও এবং সহকারী একাডেমিক অর্ডিনেটর মিস সাদিয়া আফরোজ চৌধুরী।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ