28 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » সেন্টমার্টিনে প্লাস্টিকের বিনিময়ে চাল-ডাল-তেল মিলছে

সেন্টমার্টিনে প্লাস্টিকের বিনিময়ে চাল-ডাল-তেল মিলছে


বিএনএ, টেকনাফ : সেন্টমার্টিন দ্বীপে ও সমুদ্রের পানিতে প্রতিনিয়ত প্লাস্টিক ফেলার কারণে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ। হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানবজীবন। ফেলে দেওয়া প্লাস্টিকসামগ্রীর বিনিময়ে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সেন্টমার্টিন দ্বীপে স্থাপন করা হয়েছে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’। যেখানে মানুষ তাদের ব্যবহৃত প্লাস্টিকপণ্যের খালি পাত্র, বোতল বা পলিথিন এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। এতে স্থানীয়দের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা যেমন পূরণ হবে, ঠিক তেমনই কমবে পরিবেশ দূষণ। এই ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ প্রতি মাসে দুইবার করে চালু করা হবে। ফলে মানুষ তাদের জমানো প্লাস্টিক এক্সচেঞ্জ করে প্রয়োজন অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিতে পারবেন।

বিদ্যানন্দ জানায়, এক কেজি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে একজন এক কেজি চাল পাবে, এক কেজি প্লাস্টিকের বিনিময়ে পাবে এক কেজি সুজি, এক কেজি প্লাস্টিকের বিনিময়ে পাবে এক কেজি বুটের ডাল, এক কেজি প্লাস্টিকের বিনিময়ে পাবে দুই প্যাকেট নুডুলস এবং এক কেজি প্লাস্টিকের বিনিময়ে পাবে ১০টি ডিম। দুই কেজি প্লাস্টিকের বিনিময়ে পাবে এক কেজি আটা। তিন কেজি প্লাস্টিকের বিনিময়ে পাবে এক কেজি মসুর ডাল। তিন কেজি প্লাস্টিকের বিনিময়ে পাবে এক লিটার সয়াবিন তেল। এবং ছয় কেজি প্লাস্টিকের বিনিময়ে পাবে একটি লুঙ্গি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভ্যারিফাইড পেজে বলা হয়েছে, “সুপার মার্কেটে বাজার করতে ময়লার বস্তা নিয়ে এসেছেন সবাই।একজন তো ভ্যানে করে বিশাল নোংরা প্লাস্টিকের বোতল নিয়ে এসেছেন।

চাল-ডাল-তেল-লবন কেনা যায় যার বিনিময়ে…

“আশেপাশে যে এত ময়লা সেটা প্লাস্টিক কুড়াতে গিয়েই বুঝি।

বুদ্ধি করে পুরো দ্বীপ পরিষ্কার করে নিয়েছেন। আপনারা চাইলে তো বীচের বাইরে মানুষের উঠানে ঢুকতে পারতেন না…” বিদ্যানন্দের প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর আসবে আপনার এলাকায়ও। যা বাইরের মানুষ পারে না, সেটাই ঘরের মানুষ দিয়ে করাতে চাই, গড়তে চাই পরিষ্কার বিশ্ব।”

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ