21 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মানবাধিকার লঙ্ঘনকারীদের ভিসা না দেয়ার আহ্বান কর্নেল অলির

মানবাধিকার লঙ্ঘনকারীদের ভিসা না দেয়ার আহ্বান কর্নেল অলির

মানবাধিকার লঙ্ঘনকারীদের ভিসা না দেয়ার আহ্বান কর্নেল অলির

বিএনএ: কোনো স্বৈরাচারই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না, তারাও পারবে না। যারা মানবাধিকার লঙ্ঘন করছে, নির্যাতন, নিপীড়ন করছে, দুর্নীতি-লুটপাট করছে তাদের ভিসা না দিতে বিদেশিদের প্রতি এ সময় আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযান অবিশ্বাস্য ও অমানবিক উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীও কোনো রাজনৈতিক দলের অফিসে এমন বর্বরতা চালাননি।

পুলিশি অভিযানে ‘তছনছ’ বিএনপির নয়া পল্টনের কার্যালয় ঘুরে দেখে, নিন্দা জানিয়ে এলডিপি চেয়ারম্যান বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর আন্দোলনে তারাও থাকছেন। বলেন, এই সরকারের পতন সময়ের ব্যাপার। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত এলডিপি সবসময় বিএনপির সাথে একসঙ্গে কাজ করে যাবে।

এসময় সাবেক বিএনপি নেতা বলেন, বিএনপি এখন যেভাবে সমগ্র দেশে নেতৃত্ব দিচ্ছে, এককভাবে, সমগ্র পৃথিবী এটা দেখছে। শতকরা ৯০ ভাগ লোক বিএনপির পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে।

সরকারের উদ্দেশে অলি আহমেদ বলেন, তারা (ক্ষমতাসীনরা) মনে করছে এই সরকার বোধহয় কিয়ামত পর্যন্ত থাকবে। তাদেরকে বুঝতে হবে কোনো স্বৈরাচার দীর্ঘ কোনো দেশে রাজত্ব করতে পারে নাই। এখন তারা রাজত্ব করছে, দেশ চালাচ্ছে না। যেখানে গণতন্ত্র নাই, স্বৈরাচারী সরকার দেশ পরিচালনা করছে।”

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি এলডিপি সভাপতি।

বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এলডিপির নেতাদের প্রতিটি কক্ষ ঘুরিয়ে ঘুরিয়ে দেখান।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, কোনো রাজনৈতিক দলের অফিসে ঢুকে এভাবে ভাংচুর-লুটপাট এটা স্বাভাবিক না। এটা সরকারের ভেতরে এক ধরনের অস্থিরতা, এক ধরনের দূর্বলতাই প্রকাশ পায়।

বিএনপি অফিস পরিদর্শন

পরে মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে যান জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নুরুল কবির পিন্টু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, ফারুক রহমান, এনপিপি ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, রফিকুল ইসলাম।

এছাড়া এলডিপির একাংশের শাহাদাত হোসেন সেলিম, এনডিপির আবু তাহের, ইসলামিক পার্টির আবুল কাশেম, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী,জাগপার খন্দকার লুতফর রহমান, এসএম শাহাদাত, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলামও বিএনপি কার্যালয়ে যান।

ইসলামী ঐক্যজোটের আবদুল করিম খান, শওকত আমীন, ডিএলের সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকী প্রমূখ নেতারা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন।

বিএনএ/এ আর 

Loading


শিরোনাম বিএনএ