26 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

বোয়ালখালীতে টেম্পু-মোটরসাইকেল সংঘর্ষ, আহত দুই

বিএনএ: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।

সোমবার (১২ ডিসেম্বর) রাত আটটায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিনজন হলেন ঘাটাইল পৌর এলাকার চান্দশী গ্রামের আবদুস ছামাদের ছেলে সাকিব হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। গুরুতর আহত সিয়াম (১৮) চান্দশী গ্রামের আয়নাল হকের ছেলে। তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ঘাটাইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তিন বন্ধু সাকিব, সুমন ও সিয়াম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ফেরার পথে রাত আটটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন রাস্তায় ছিটকে পড়ে যান। এতে সাকিব হাসান ও সুমন মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ