বিএনএ, কুবি (কুমিল্লা) : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ -২০২২ নির্বাচনে নীল দল (নন্দী-মোকাদ্দেস) বিজয়ী হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সোয়া ১০ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।
২৬৪ টি ভোটের মধ্যে ২১২ টি ভোট পড়েছে এই নির্বাচনে।
নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ড. মিহির লাল ভৌমিক ও ড. আমান মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হায়াত ও কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ রাজু, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কাইসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. আবু বকর সিদ্দিক।
কার্যকরী সদস্যপদে বিজয়ী হয়েছেন ড. মো. কাউছার আহমেদ পাটওয়ারী, মো. সিদ্দিকুর রহমান,মো. ফরহাদ হোসেন, ড. মো. শামিমুল ইসলাম, তারিক হোসেন, মোহাম্মদ মশিউর রহমান, ড. মেহের নিগার।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের পৃথক দুইটি প্যানেল এতে অংশগ্রহণ করে।
বিএনএনিউজ/ হাবিবুর রহমান হাবিব/এইচ.এম।