19 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ‘সবচেয়ে রোগা হাতিকে’ দিয়ে ভিক্ষা করানো হত

‘সবচেয়ে রোগা হাতিকে’ দিয়ে ভিক্ষা করানো হত


বিএনএ, বিশ্বডেস্ক : ভালো করে চলতে পারছে না। সারা গায়ে ক্ষতচিহ্ন। দেখলে সত্যি কষ্ট লাগবে।তবুও মাহুতের কথা শুনে রোজ ভিক্ষা করত হাতিটি। একেবারে কঙ্কালসার চেহারা। নাম লক্ষ্মী।
ভারতের মধ্যপ্রদেশের টিকামগড়ের রাস্তায় ভিক্ষা করানো হত হাতিটিকে দিয়ে। এবার সেই হাতিকে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে পাঠাল বন অফিস।

সূত্রের খবর গত ১৫ই নভেম্বর দিব্যানী সিং, রাজকুমার অনুরাগী ও প্যায়ারেলাল বিশ্বক্রম নামে তিনজন লক্ষ্মীকে দেখতে পায়। ভালো করে হাঁটতে পারছে না হাতিটি। এরপরই তারা বন অফিসে অভিযোগ জানায় যে, হাতিটি ভালো করে হাঁটতে পারছে না। তবুও এটিকে জোর করে ভাঙা. তপ্ত রাস্তায় ভিক্ষা করানো হচ্ছে। এদিকে অভিযোগের কথা জানাজানি হতেই এলাকা ছেড়ে চম্পট দেয় মাহুত। এরপরই হাতির খোঁজে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়। ১লা ডিসেম্বর ছতরপুর জেলায় হাতির খোঁজ মেলে। এরপর পশুপ্রেমী সংগঠনকে খবর দেওয়া হয়।

এরপর তারা হাতিটিকে উদ্ধার করে। তারা বন অফিসে খবর দেয়। স্থানীয় পশুপ্রেমী সংগঠক শ্রেষ্ঠা জৈন বলেন, স্থানীয় জঙ্গলে হাতিটিকে রাখা হয়েছে। হাতিটি মাত্র ৩০ বছর বয়সী।
পশু চিকিৎসকরা বলছেন এটি দেশের মধ্যে সবচেয়ে রোগা হাতি। এটি পোলিওতে আক্রান্ত। এটির পুনর্বাসনের দরকার। এটি ভালো করে হাঁটতে পারছে না।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ