17 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে আগুনে ৩গরুর মৃত্যু, ঘর ভস্মিভূত

ধামরাইয়ে আগুনে ৩গরুর মৃত্যু, ঘর ভস্মিভূত

আগুন

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গোয়াল ঘর সহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জানান ক্ষতিগ্রস্ত ওই পরিবার। রবিবার (১২ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের সলিম উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, গোয়াল ঘরে (গরুর ঘর) লাইট জ্বালানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই গোয়াল ঘর থেকে শোবার ঘরে আগুন লেগে ছড়িয়ে পরে। আগুনে তিনটি গরুর মৃত্যু ও বাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক সলিম উদ্দিন বলেন, রাত আটটার দিকে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ অগ্নিকাণ্ডে তিনটি গরুসহ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের ঘটনায় সলিম উদ্দিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে পাঠানো হবে।

ইমরান খান,

Loading


শিরোনাম বিএনএ