21 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » যে কারণে চাকরি ছাড়লেন শহিদ আবু সাঈদের ২ ভাই

যে কারণে চাকরি ছাড়লেন শহিদ আবু সাঈদের ২ ভাই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

রংপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ আবু সাঈদের দুই ভাই তাদের চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। বুধবার(১৩ নভেম্বর ) রাত ১০টায় মোবাইল ফোনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন আবু সাঈদের ভাই আবু হোসেন।

এর আগে, মঙ্গলবার ই-মেইল এবং ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছাড়ার বিষয়ে জানানো হয়।

গত ৯ অক্টোবর এক দৈনিক পত্রিকার রংপুর ব্যুরো অফিসে রমজান আলীকে জ্যেষ্ঠ নির্বাহী এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের রংপুর ব্যুরো অফিসে আবু হোসেনকে জ্যেষ্ঠ নির্বাহী পদে নিয়োগ দেয়া হয়।

চাকরিতে এক মাস পার হতে না হতেই অব্যাহতির কারণ সম্পর্কে জানতে চাইলে আবু হোসেন বলেন, “আমরা ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়েছি। নিয়োগের পর থেকে অফিসে সময় দিতে পারিনি, সংসার নিয়েই ব্যস্ত ছিলাম। মাস শেষে কাজ না করে বেতন নেওয়ার ইচ্ছে নেই, তাই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

গত ১৬ জুলাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তিনি এ আন্দোলনের প্রথম শহিদ। তার মৃত্যু পরবর্তী সময়ে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে, যার ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ