21 C
আবহাওয়া
১২:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে আগুন

কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে আগুন


বিএনএ, ঢাকা : রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

আগুনে পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

তবে আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে শ্যামলী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে মিরপুরের আরেকটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়েছে।

তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে এখনও কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ