24 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » গাজার বেসামরিক নাগরিকদের রক্ষার আহবান রেডক্রসের

গাজার বেসামরিক নাগরিকদের রক্ষার আহবান রেডক্রসের

রেডক্রস

বিএনএ বিশ্বডেস্ক:  গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জরুরি আহ্বান জানিয়েছে রেডক্রস। গাজায় আইসিআরসি সাব-ডেলিগেশনের প্রধান উইলিয়াম স্কোমবার্গ বলেছেন, ‘অসহনীয় মানবিক ট্র্যাজেডি আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে।

ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি)রোববার গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার  জরুরি আবেদন জানিয়ে বলেন, বেসামরিক নাগরিকরা যুদ্ধে আটকে আছে, তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বা তারা যেখানে আছে সেখানেই থাকছে।”

রেডক্রস জানায়, আক্রমণ হচ্ছে  ঘনবসতিপূর্ণ এলাকায় এবং হাসপাতালের আশেপাশে  চিকিৎসা কর্মী, রোগী, আহত, অকাল শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদের জীবনের ঝুঁকি বাড়ছে  ।

ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের উইলিয়াম স্কোমবার্গ আরও  বলেন, লোকেরা আমাদের দিনরাত ফোন করে বলছে য তারা হত্যার ভয়েদরজা খুলতে ভয় পাচ্ছে এবং তাদের  সাহায্য করার অনুরোধ করছে,”

“একজন মানবিক কর্মী হিসাবে, আমি এই কলগুলিতে সাড়া দিতে না পেরে হতাশ বোধ করছি, কারণ আমাদের টীমের উত্তর গাজায় যাওয়ার জন্য প্রাথমিক নিরাপত্তা অভাব রয়েছে,” স্কোমবার্গ বলেন।

 

বিএনএ/ ওজি

আনাদোলু এজেন্সি অবলম্বনে 

Loading


শিরোনাম বিএনএ