15 C
আবহাওয়া
১০:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল দুই সহোদরের

কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল দুই সহোদরের

কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল দুই সহোদরের

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে পাবন সূত্রধর (৪) ও আনন্দ সূত্রধর (৫) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্ট্রগ্রাম পূর্বপাড়া মিস্ত্রিবাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত্যু হওয়া পাবন সূত্রধর ওই গ্রামের মিস্ত্রিবাড়ির যুবরাজ সূত্রধরের ছেলে এবং আনন্দ সূত্রধর একই বাড়ির লিটন সূত্রধরের ছেলে।
নিহত পাবন সূত্রধর ও আনন্দ সূত্রধর আপন চাচাতো ভাই।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে পাশের বাড়ির লোকজন ওই দুই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু ১ ডিসেম্বর

পাবনের বাবা যুবরাজ সূত্রধর বলেন, আমার ছেলে ও ভাতিজা দুইজন সবসময় এক সাথে খেলা করত। আজকে দুপুরে কখন তারা খেলতে খেলতে আমাদের বাড়ির পুকুরে গিয়ে নেমেছে আমরা কেউ দেখিনি। পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে গিয়ে দেখি আমার কলিজার টুকরো সন্তান ও ভাতিজাকে ভগবান নিয়ে গেছে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, শিশু মৃত্যুর বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ