Bnanews24.com
Home » মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম টপ নিউজ সব খবর স্পন্সর নিউজ

মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

বিএনএ, চট্টগ্রাম: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে দক্ষ মানবাধিকার কর্মী সৃষ্টির লক্ষ্যে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ কর্মশালা শুরু হয়।

No description available.

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ও কলামিষ্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।

মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এছাড়া সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন। স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

প্রশিক্ষণ কর্মশালার সেশন-১ এর আলোচনা করেন চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সেশন-২ এর আলোচনা করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামল। এছাড়া সেশন-৩ এর আলোচনা করবেন পিবিআই এর পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক এবং সেশন-৪ এর আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম।

বিএনএ/ এমএফ