বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৪ কেজি গাঁজাসহ নজরুল ইমলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ( ১২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আকবরশাহ থানার সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নজরুল কুমিল্লা’র চৌদ্দগ্রাম থানার দৈয়ারা পূর্ব পাড়ার (কাজী বাড়ি) আব্দুল মজিদের ছেলে।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনসংযোগ কর্মকর্তা আরাফাতুল ইসলাম বলেন, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিএনএনিউজ২৪.কম/আমিন