25 C
আবহাওয়া
৭:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় পূজা মণ্ডপে আর্থিক সহায়তা মোজাফ্ফর হোসেনের

সাতকানিয়ায় পূজা মণ্ডপে আর্থিক সহায়তা মোজাফ্ফর হোসেনের

সাতকানিয়ায় পূজা মণ্ডপে

বিএনএ, সাতকানিয়া (চট্টগ্রাম):  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে অত্র এলাকার কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর প্রবাসী মোজাফ্ফর হোসেনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার(১২ অক্টোবর২০২৪) উক্ত অনুদান প্রদানকালে ডা: অর্পন দাশ, সৈকত পালিত, এডভোকেট সুজন পালিত, ইউসুফ, মোহাম্মদ সেলিম, মো: ইউছুপ, মো:সেলিম, মো: তাহের, মো: আলী, মো: মোরশেদ, মো: মাঈনুদ্দীন, ওয়াহীদ, জিসান, সাকিব, আবির আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুর্গাপূজার সমাপনী
দুর্গাপূজার সমাপনী

সনাতন ধর্মাবলম্বী সকলের উদ্দেশ্যে সহায়তা প্রদানকারীরা বলেন, সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আপনারা আমাদের ভাই, আমাদের বোন, আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না। মোজাফ্ফর হোসেন আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

পরে তারা পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ