বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২দিনের চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা মৎস্য অফিসের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) ভোরে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে কালাবিবির দিঘি মৎস্য আড়ত থেকে ১৫কেজি, বারশত কালিবাড়ি থেকে ১৩কেজি, বটতলী থেকে ৩কেজিসহ মোট ৩১কেজি মাছ জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক বলেন, চলমান ২২দিনের নিষেধাজ্ঞার সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। আজ (রবিবার) সকালে অভিযান পরিচালনা করে ৩১ কেজি মাছ জব্দ করে স্থানীয় নিবন্ধিত ৮টি এতিমখানায় বিতরণ করা হয়।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী