22 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » এবার এলপিজি বহনকারী জাহাজে আগুন

এবার এলপিজি বহনকারী জাহাজে আগুন

এবার এলপিজি বহনকারী জাহাজে আগুন

বিএনএ, কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ ও ‘ক্যাপ্টেন নিকোলাস’ নামের দুটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

রোববার (১৩ অক্টোবর) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের (চট্টগ্রাম) ক্যাপ্টেন মো. জহিরুল হক।

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড টাগ শিপ, তিনটি মেটাল শার্ক অগ্নিনির্বাপণে কাজ করছে।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গভীর সাগরে নোঙর করা জাহাজে আগুনের খবর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌবাহিনী এবং কোস্টগার্ডকে জানানো হয়েছে।

এদিকে সিনিয়র নাবিক আতিক ইউ খান বলেন, লাইটারিং অপারেশন শেষে এলপিজি ক্যারিয়ার্স সোফিয়াকে মাদার ভেসেল নিকোলাস থেকে আলাদা করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে মাত্র ১২ দিনের ব্যবধানে দেশের ৪টি জাহাজে পরপর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা উচিত।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ