25 C
আবহাওয়া
২:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিএনএ, বরিশাল: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বরিশালে গৌরনদীতে র‍্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

আরও পড়ুন: ডিসি-এসপিদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু শনিবার

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জুলফিকার আলী চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার, গৌরনদী ফায়ার সার্ভিসের সহকারী ষ্টেশন অফিসার আক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্স কর্তৃক মহড়ার আয়োজন করা হয়।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ