বিএনএ, নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে বেগম আক্তার (৫০) নামের এক নারীর মৃত্যূ হয়েছে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা স্টেশন প্ল্যাটফরমের পশ্চিমপার্শ্বে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বেগম আক্তার বারহাট্টা উপজেলার জীবনপুর গ্রামের মোকশেদ আলীর স্ত্রী এবং এলাকার দারিয়াপুর গ্রামের উমেদ আলীর মেয়ে।
মৃতের স্বামী মোকশেদ আলী ও স্থানীয়রা জানান, বেগম আক্তার কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। তিনি বুধবার (১১ অক্টোবর) রাত ৩ টার দিকে সকলের অলক্ষ্যে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর স্বজনরা তার খোঁজে বিভিন্ন এলাকায় লোক পাঠায়। বৃহস্পতিবার রাতে বারহাট্টা রেল স্টেশনের পশ্চিম পাশে তার মরদেহ পাওয়া যায়। তিনি মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী (২৬৩ আপ) চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন বলে অনেকে জানিয়েছেন।
বিএনএ/ ফেরদৌস, এমএফ