বিএনএ, নেত্রকোনা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকে দেশব্যাপী বিভাগীয় গণ-সমাবেশের অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার শহরের নাগড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম ফখরুল হাসান। সভায় অন্যান্যের মধ্যে নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সামছুল হুদা শামীম ও সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল/ এইচ.এম।