27 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » শেষ ওভারে হার বাংলাদেশের

শেষ ওভারে হার বাংলাদেশের


বিএনএ, ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। শেষ ম্যাচটিতে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর শেষ ওভারে এসে হেরে গেছে সাকিব আল হাসানের দল। পাকিস্তান জিতেছে ৭ উইকেট আর ১ বল হাতে রেখে।

চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে বাবর আজমের দল। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে ভর করে উদ্বোধনী জুটিতেই শত রান তোলে পাকিস্তান।

৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলপতিকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে জুটি ভাঙেন হাসান মাহমুদ, তবে উইকেট কামড়ে ধরে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন রিজওয়ান।

৫৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে সৌম্যের শিকার হয়ে রিজওয়ান যখন মাঠ ছাড়েন, দল তখন জয়ের দোরগোড়ায়। বাকি কাজটা নির্বিঘ্নেই সেরে আসেন মোহাম্মদ নেওয়াজ ও আসিফ আলি।নেওয়াজ অপরাজিত থাকেন ২০ বলে ৪৫ করে। শেষ পর্যন্ত তাকে ২ রানে সঙ্গ দেন আসিফ।

এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মন্থর হলেও দুই ওপেনারের বিদায়ের পর জ্বলে ওঠে বাংলাদেশ। দলীয় ৪১ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

এরপর হ্যাগলি ওভালে ঝড় তোলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। দুজনের মারকুটে ব্যাটিংয়ে গড়া ৮৮ রানের জুটিতে ভর করে বড় সংগ্রহের পথে এক পা দিয়ে রাখে বাংলাদেশ।

দলীয় ১২৯ রানে ৪২ বলে ৬৯ করে লিটন বিদায় নিলেও লড়াই চালিয়ে যান সাকিব। ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলে তাকে থামতে হয় নাসিম শাহের শিকার হয়ে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ