বিএনএ ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে আজ নেপালের মুখোমুখী হবে বাংলাদেশ। আর নেপালকে হারালেই এবারের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ড্র করলেও হবে না। জিততেই হবে মতিন মিয়া, সাদদের। মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় মাঠে নামবে বাংলাদেশ।
এ লক্ষ্যে মালের মাঠে অনুশীলন করেছে তারা। দীর্ঘক্ষণ ওয়ার্মআপ, স্ট্রেচিং, স্কিল ট্রেনিংয়ে সময় কাটিয়েছেন জামাল, রহমত মিয়ারা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন বিশ্বনাথ ঘোষ ও রাকিব।
শ্রীলংকার বিপক্ষে জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ ফুটবল দল। পরের ম্যাচে এক গোলে পিছিয়ে পড়ার পরও ১০ জন নিয়ে ১-১ গোলে রুখে দিয়েছে ভারতকে। তবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ছন্দ হারিয়ে ফেলে লাল সুবজরা। পরাজয় বরণ করে ০-২ গোলে।
আর পয়েন্ট তালিকায় অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে নেপাল। তারা একটিতে হারলেও জয় পেয়েছে বাকী দুই ম্যাচে। আজ বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হবে নেপালের।
তারা টুর্নামেন্টে প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে হারায় ৩-২ গোলে। তবে তৃতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হয় নেপাল।
২০০৫ সালের পর বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হয়নি। তারও দুই বছর আগে একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। এরপর ধাপে ধাপে নিচে নামতে থাকে বাংলাদেশের পারফরম্যান্সের সূচক। শেষ চারটি টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স স্রেফ হতাশার।
বাংলাদেশ দল: শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।
বিএনএনিউজ/আরকেসি