26 C
আবহাওয়া
২:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » জয়ন্ত কুমার হত্যায় বিএসএফ এর দু:খ প্রকাশ, গুলি না চালানোর প্রতিশ্রুতি

জয়ন্ত কুমার হত্যায় বিএসএফ এর দু:খ প্রকাশ, গুলি না চালানোর প্রতিশ্রুতি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

পঞ্চগড়:  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মধ্যে বৈঠকে গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নিহতের ঘটনায় বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার  দুঃখ প্রকাশ করেছেন। সে সাথে ভবিষ্যতে সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালানো হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক কিশোরের হত্যার ঘটনা নিয়ে এই বৈঠক ডাকা হয়েছিল। বিজিবি সীমান্ত হত্যার বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে।

পঞ্চগড়-১৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক প্রতিবাদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজিবির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টায় ভারতের অভ্যন্তরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপি এলাকায় বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার এবং ভারতের আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রংপুরের উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। অন্যদিকে, বিএসএফের পক্ষ থেকে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল শ্রী সুরিয়া কান্ত শর্মা, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয় যে, ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএসএফের টহল দলের গুলিতে বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে (১৫) হত্যা করা হয়েছে। বিজিবি এই ঘটনায় তীব্র নিন্দা জানায়। বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালানো হবে না বলে আশ্বাস দেন।

পরবর্তীতে, দুদেশের সীমান্তবর্তী অঞ্চলে জনগণের সচেতনতা বৃদ্ধি, অবৈধ সীমান্ত অতিক্রম এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি ও বিএসএফ যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ