18 C
আবহাওয়া
২:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভিয়েতনামে আবাসিক ভবনে আগুন, নিহত ৫৬

ভিয়েতনামে আবাসিক ভবনে আগুন, নিহত ৫৬


বিএনএ, বিশ্বডেস্ক : ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মালিককে অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে আগুন লাগে।

ফায়ার বিগ্রেডের ১৫ টি ইউনিট শতাধিক দমকলকর্মী ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খবরে বলা হচ্ছে, নিহত ৫৬ জনের মধ্যে ৩৯ জনের পরিচয় পাওয়া গেছে। বেশিরভাগ হতাহতরা ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আগুনে আহত হয়েছেন আরও ৩৭ জন।

পুলিশ জানিয়েছে, ভবন থেকে অন্তত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই পাশের ভবনের ছাদে পড়ে আহত হন।

ভবন মালিক নগুয়েন কোয়াং মিনকে অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে চার মাসের জন্য আটক করার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী ফাম মিন চিন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের পরের পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থা ও ইউনিটকে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী চিন একটি নির্দেশ জারি করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ